Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় প্রতি ৩০ মিনিটে একজন স্বাস্থ্যকর্মী মারা যাচ্ছে

Main Image


সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা প্রতি ৩০ মিনিটে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি আরও জানায়, মহামারি শুরুর পর থেকে প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় অন্তত ১৭ হাজার স্বাস্থ্যকর্মীর প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনটি তৈরিতে যৌথ সহযোগিতা করেছে পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল (পিএসআই) ও ইউএনআই গ্লোবাল ইউনিয়ন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায্যতাবিষয়ক শাখার প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘এটি বড় একটি ট্র্যাজেডি। সম্মুখসারির যোদ্ধা হিসেবে মহামারিতে অন্তত ১৭ হাজার স্বাস্থ্যকর্মীকে হারিয়েছি। অনেক দেশের তথ্য এ প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। তাই এ সংখ্যা পূর্ণাঙ্গ নয়। আরও বাড়তে পারে।

প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানাযায়, সরকার, মেডিকেল ইউনিয়ন, গণমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে ৭০ টির বেশি দেশের তথ্য যুক্ত করা হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ৯৩১ জন স্বাস্থ্যকর্মী করোনায় মারা যায়। অন্যদিকে করোনার সূতিকাগার চীনে মৃত্যু হয়েছে ২৯ জন স্বাস্থ্যকর্মীর।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে সর্বোচ্চসংখ্যক ৯৩১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বরাত দিয়ে বাংলাদেশের ১৩১ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু তথ্য জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান—দক্ষিণ এশিয়ার এ চার দেশের তথ্য অনুযায়ী ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। 

আরও পড়ুন