Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে সকালে

Main Image


ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকালে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য জানান।

আগামী ২৬ বা ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, শুরুতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ২৫ জনকে দিয়ে ভ্যাকসিনের উদ্বোধন হবে। এরপর রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেলসহ ৪ হাসপাতালে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এসব হাসপাতালের মোট ৪ থেকে ৫ শ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে করোনার টিকা দেয়া শুরু হবে। এভাবে প্রথম মাসে ৬০ লাখ ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

সচিব জানান, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে।

 

আরও পড়ুন