Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বেক্সিমকো ফার্মার ৩২২ কোটি টাকার শেয়ার লেনদেন

Main Image

দেশের প্রথম কোম্পানি হিসেবে কুয়েতে ওষুধ রফতানি করেছে বেক্সিমকো ফার্মা। ফাইল ছবি


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেক্সিমকো ফার্মার ৩২২ কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  এতে শেয়ার মার্কেটে তাদের অবস্থান দ্বিতীয়।  লেনদেনে সেরা অবস্থানে রয়েছে গ্রুপের মূল প্রতিষ্ঠান ব্যাক্সিমকোর ৪৮০ কোটি ২০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লেনদেনে সেরার স্থানটি দীর্ঘ দিন ধরে রেখেছে। 

ডিএসইর সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেক্সিমকো ফার্মার ১২ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে। এছাড়া, ১৯২ কোটি ৮৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

লেনদেন তালিকায় শীর্ষ দশ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে, লাফার্জহোলসিম বাংলাদেশের ১৩৯ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১২৮ কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১১৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১৪ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ১১৩ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকার, ফরচুন সুজের ১০৩ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার টাকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০০ কোটি ২৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন