রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ই ডিসেম্বর (সোমবার) থেকে এই নিয়োগ কার্যকর হয়।
অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান ১৯৯২ সালে হলি ফ্যামিলি হাসপাতালের সার্জারী বিভাগে যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত হন। কর্মচঞ্চল, কর্মদক্ষ এবং একজন সুচিকিৎসক হিসেবে তিনি ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে উপাধ্যক্ষের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছেন।
অধ্যক্ষ হিসেবে তাঁর এই নিয়োগে স্বাচিপ, হলি ফ্যামিলি শাখার নেতৃবৃন্দ, হাসপাতাল পরিচালক সহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবিকাবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন