Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এবার এবিএম আব্দুল্লাহর সহধর্মিণীও করোনায় আক্রান্ত

Main Image


ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রী’র ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহর পর এবার করোনায় আক্রান্ত হলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক মাহমুদা বেগম। গত ১৫ ডিসেম্বর ডা. এবিএম আব্দুল্লাহ  আক্রান্ত হওয়ার দুইদিন পরই ১৭ ডিসেম্বর নমুনা পরীক্ষায় তাঁর সহধর্মিণীর করোনা পজিটিভ আসে।

তবে অধ্যাপক মাহমুদার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। তাঁর বয়স বিবেচনায় বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে দুজনই রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার অধ্যাপক মাহমুদা বেগমের জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়ার পর ১৭ ডিসেম্বের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ ব্যবস্থাপনায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। এর এক ঘণ্টা পরই পরীক্ষার রিপোর্টে তাঁর দেহে করোনা শনাক্ত হয়।

অন্যদিকে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহর গায়ে বর্তমানে হালকা জ্বর থাকলেও অন্য কোনো উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল আছে। দেহে অক্সিজেন মাত্রা ৯৯ ভাগ। প্রয়োজনীয়তা বুঝে চিকিৎসকরা রেমডিসিভির চালু করেছেন।

আরও পড়ুন