Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হৃদরোগে মারা গেলেন ডা. তাপস কান্তি ভৌমিক

Main Image

ডা. তাপস কান্তি ভৌমিক। ছবি সংগৃহীত


হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাপস কান্তি ভৌমিক।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জানা যায়, শুক্রবার রাতে চেম্বারে রোগী দেখার সময়েই ডা. তাপস কান্তি কিছুটা অসুস্থতা অনুভব করেন। তারপর দ্রুতই ফিরে আসেন বাসায় এবং বিশ্রাম নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়। এসময় পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. তাপস কান্তি রংপুর মেডিকেল কলেজের একাদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিএমএ, টাংগাইল জেলা শেখার কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন