Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ক্যান্সারে মারা গেলেন ডা. ফারহানা

Main Image

ডা. ফারহানা আহমেদ জুয়েল


রাজধানীর গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. ফারহানা আহমেদ জুয়েল মারা যান। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেট্রিক্স ও গাইনিকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে দুনিয়া ত্যাগ করেন এই গাইনি চিকিৎসক। ডা. ফারহানা একই মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) শোক জানিয়েছে। এছাড়াও এসএসএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

ডা. ফারহানা আহমেদ এর স্বামী ডা. মো. সাইদুজ্জামান বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন এবং একমাত্র মেয়ে মেডিকেল শিক্ষার্থী।

আরও পড়ুন