Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হাসপাতালে ২৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

Main Image

প্রতীকী ছবি।


দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন তিন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া তিনজনই ঢাকার।

ঢাকার বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি। এদিকে চিকিৎসাধীন ২৪ রোগীর মধ্যে ১৯ জন ঢাকা বিভাগে ও বাকিরা অন্য বিভাগে ভর্তি রয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৪৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

আরও পড়ুন