Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে জরুরি বিভাগ চালু

Main Image

ছবি সংগৃহীত।


ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের আন্দোলনের মুখে অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জরুরি বিভাগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, হাসপাতালের সহকারী পরিচালক ডা. কুদরত-ই-খুদা, জেলা বিএমএ সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাচিপ সভাপতি ডা. মোখলেছুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দীর্ঘ ছয় বছর ধরে জরুরি বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। সর্বশেষ তারা গত ১৪ অক্টোবর সংবাদ সম্মেলন করেন। এরই ধারাবাহিকতায় আন্দোলনের মুখে অবশেষে জরুরি বিভাগ চালু হলো।

আরও পড়ুন