Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিএসএমএমইউয়ের বহির্বিভাগে চিকিৎসায় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সুবিধা চালু

Main Image


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে চালু হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বহির্বিভাগের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এখন থেকে চিকিৎসা গ্রহণে সরাসরি টিকিট কেটে সিরিয়াল নেয়ার পাশাপাশি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মাধ্যমে সিরিয়াল নেয়া যাবে। অনলাইনে সিরিয়াল নেয়ার জন্য নির্ধারিত দিনের একদিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে সিরিয়াল নিতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সিরিয়ালপ্রাপ্ত রোগীরা অগ্রাধিকার পাবেন।

এছাড়া আজ বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রযুক্তিগত সহায়তায় তৈরিকৃত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ট্রায়েজ ক্লিনিকের (বহির্বিভাগ) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সম্পন্ন করা হয়।

অনুষ্ঠান দুটিতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, পরিচালক আইটি সেল (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন