দেশের ৮ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের প্রজ্ঞাপনে উল্লেখ করা কর্মকর্তাদের উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি বা পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসাকে বান্দরবানের সিভিল সার্জন, বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাকে রাঙ্গামাটির সিভিল সার্জন, নওগাঁ সদরের সিভিল সার্জন ডা. আ. মো. আখতারুজ্জামানকে গাইবান্ধার সিভিল সার্জন, গাইবান্ধার সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফকে নওগাঁ সদরের সিভিল সার্জন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটনকে রাজবাড়ীর সিভিল সার্জন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে নরসিংদী জেলার সিভিল সার্জন, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদকে খুলনা জেলার সিভিল সার্জন এবং খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদকে গোপালগঞ্জের সিভিল সার্জন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
এদিকে একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন পদ মর্যাদার উপ-পরিচালক (সিডিসি) ডা. ফারুক আহমেদকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্সেস এন্ড হাসপাতাল এর উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, বদলি প্রদানকৃত কর্মকর্তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় অষ্টম কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।
আরও পড়ুন