বিজিবি মোতায়েনের পর ঢামেকে চিকিৎসাসেবা শুরু

ডক্টর টিভি রিপোর্ট
2024-09-01 23:48:00
বিজিবি মোতায়েনের পর ঢামেকে চিকিৎসাসেবা শুরু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

 

নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, চিকিৎসকরা হাসপাতালে আসা রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। হাসপাতালে আসা রোগীরা টিকিট কেটে জরুরি বিভাগে গিয়ে ডাক্তার দেখাতে পারছেন।

 

এদিকে চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ২ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। হাসপাতালে আসা রোগীদের সঙ্গে দুইজন প্রবেশ করতে পারবেন। 

 

এদিকে, নিরাপত্তার স্বার্থে হাসপাতালে আসা রোগীর স্বজন ও দর্শনার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। লাঠি, ধারালো অস্ত্র বা জীবনহানি হয় এমন কোনো জিনিস নিয়ে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

 

আরও পড়ুনঃ চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি ২৪ ঘণ্টার জন্য স্থগিত


আরও দেখুন: