বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-15 10:46:56
বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান

বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করা সম্ভব

থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়তে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মীরা।

বুধবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা-রক্তগ্রহীতা মিলনমেলায় এ আহ্বান জানান তারা। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো এ মিলনমেলা হয়।

থ্যালাসেমিয়া রোধে বাহক-বাহক বিয়ে বন্ধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, এ রোগ প্রতিরোধে রক্ত পরীক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় ও তালিকাকরণ জরুরি। বিশেষ করে, বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করা সম্ভব। এক্ষেত্রে ৮০ থেকে ৯০ ভাগ সফলতা আসবে বলে মনে করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উপদেষ্টা সৈয়দ দীদার বখত ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে মো. মোস্তফা আবেদীন।

স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, রক্তদাতারা অধিকাংশ ক্ষেত্রেই কাকে রক্ত দিচ্ছেন, তা জানেন না। এমনকি তার রক্ত কোন মানুষটির শরীরে বহন হবে, তাও জানেন না। একইভাবে রোগীদের কাছেও অচেনা থেকে যান রক্তদাতারা।

এ সময় তিনি থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন।

চার শতাধিক থ্যালাসেমিয়া রোগী ও স্বেচ্ছা রক্তদাতার এ ব্যতিক্রমী মিলনমেলায় রক্তগ্রহীতারা স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রক্তদাতারাও নিজেদের ভালো লাগার কথা ব্যক্ত করেন।


আরও দেখুন: