থ্যালাসেমিয়া : রক্ত ছাড়াও ভাল হয়

ডা. গুলজার হোসেন উজ্জল :
2023-05-09 10:28:06
থ্যালাসেমিয়া : রক্ত ছাড়াও ভাল হয়

থ্যালাসেমিয়ায় আক্রান্ত আকিব ও রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জল

আরো একটি আনন্দের গল্প।

এই হ্যান্ডসাম ছেলেটির নাম আকিব।
ভোলা থেকে আসে। বয়স ১৯।

মাস ছয়েক আগে জানতে পারে সে ই বিটা থ্যালাসেমিয়ার রোগী। হিমোগ্লোবিন কমে গিয়েছিল বলে রক্ত দেবার কথাও বলেছিলেন স্থানীয় চিকিৎসক।

রক্ত না দিয়ে সে আমার কাছে আসে। ৮.৫ থেকে হিমোগ্লোবিন এখন দাঁড়িয়েছে ১০.২ গ্রাম / ডেসিলিটার এ। দুই মাসে প্রায় দুই গ্রাম বেড়েছে কোন রকম রক্ত পরিসঞ্চালন ছাড়াই।

থ্যালাসেমিয়ার এমন রোগী প্রায় প্রতিদিনই পাচ্ছি যারা কোন রকম রক্তপরিসঞ্চালন ছাড়াই ভাল আছে শুধু মাত্র বিশেষ কিছু ওষুধ খেয়ে।

থ্যালাসেমিয়া মেজর বা ইন্টারমিডিয়া গ্রুপের প্রচুর রোগী এখন রক্ত ছাড়া বা বছরে এক/দুইবার রক্ত নিয়ে ভাল থাকছে। এই রোগীদের কেউ কেউ আগে মাসে মাসে রক্ত নিতো।
সচেতনতা জরুরি।

আমাদের পর্যবেক্ষণে আমরা দেখেছি, অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীরাই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। কেউ দারিদ্রের কারণে। কেউবা সচেতনতার অভাবে। রক্তরোগ বিশেষজ্ঞের অপ্রতুলতাও একটি কারণ।

আকিব খেলতে ভালবাসে। দুইমাস আগেও খেলতে পারতো না। ক্লান্ত হয়ে পড়ত। এখন সে সব রকম কাজ কর্ম, খেলাধুলা করতে পারে।

তার পরিতৃপ্তির হাসি আমার দিনটাকে আনন্দময় করে দিলো। আনন্দ ছড়াক সবার মাঝে।

বি:দ্র: ছবি রোগীর অনুমতিক্রমে জনসচেতনতার স্বার্থে প্রকাশ করা হলো।

লেখক : 

ডা. গুলজার হোসেন উজ্জল

রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ, 

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল। 


আরও দেখুন: