থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা জরুরি
বাংলাদেশের ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক।
বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা জরুরি বলে মনে করেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
সোমবার (৮ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাবা মা উভয়ে বাহক হলেই সাধারণত সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই এ রোগ প্রতিরোধে বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। এছাড়া সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জিন থেরাপি, স্টেম সেল থেরাপির ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে। ফলে বারবার রক্ত নিয়ে এ সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এক্ষেত্রে শরীরে অতিরিক্ত আয়রন জমা হতে থাকে এবং লিভার, হৃদপিন্ডসহ বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে।
থ্যালাসেমিয়া সম্পর্কে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে উল্লেখ করে তারা আরও বলেন, বিবাহপূর্ব থ্যালাসেমিয়া স্ক্রিনিং মাধ্যমে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশে থ্যালাসেমিয়া আক্রান্ত জন্মের সংখ্যা শূন্যে নামিয়ে নিয়ে আসার ব্যাপারে সরকারি বেসরকারি সব পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহ্উদ্দিন শাহ, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান প্রমুখ।