ঢাকার বায়ুদূষণ ‘রোধে’ অভিযানে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক
2023-04-05 13:19:05
ঢাকার বায়ুদূষণ ‘রোধে’ অভিযানে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বুধবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে

রাজধানীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ সংরক্ষণ অভিযান জোরদারে মাঠে নেমেছেন ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (৫ এপ্রিল) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তারা বিশেষ অভিযান চালাবেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়।

দূষণের মাত্রা বেড়ে যাওয়া এবং পরিবেশ অধিদপ্তরে মাত্র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকায় মন্ত্রণালয়ের অনুরোধে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনা-সংক্রান্ত এক ওরিয়েন্টেশন সভায় এ কথা জানানো হয়।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখার যুগ্ম-সচিব শামিমা বেগম উপস্থিত ছিলেন।

সভায় ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ঢাকা জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: