বন্ধ হচ্ছে না প্রথম ডোজ, গণটিকা আরও দুদিন

ডক্টর টিভি রিপোর্ট
2022-02-26 17:18:14
বন্ধ হচ্ছে না প্রথম ডোজ, গণটিকা আরও দুদিন

কেউ বাদ পড়লে স্থায়ী কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিতে পারবেন

এক দিনে ১ কোটি ডোজ টিকা প্রয়োগের যে কার্যক্রম নেওয়া হয়েছে, তা আরও দুদিন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড়ের প্রেক্ষাপটে গণটিকা কর্মসূচির আওতায় প্রথম ডোজ দেওয়ার সময় আরও দুদিন বাড়ানোর কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং কভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘এখনো প্রচুর ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। মানুষকে দীর্ঘ সময় ধরে কেন্দ্রে অপেক্ষায় থাকতে হচ্ছে। সে কারণে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর।’

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এখন পর্যন্ত যারার টিকা জন্য নিবন্ধন করেছেন বা করেননি, এমন সবাই এই সময়ের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়ে নেবেন। কেউ এসএমএসের জন্য অপেক্ষা করবেন না।’

টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘কেউ বাদ পড়লে স্থায়ী কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিতে পারবেন। আমরা কখনো বলিনি, প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আমরা বলেছি, ২৬ তারিখের মধ্যে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুক্রবার পর্যন্ত সারা দেশে ১০ কোটি ৯৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ১৯ লাখ এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।


আরও দেখুন: