কোভিড-ফ্লু-আরএসভি’র সমন্বিত বুস্টারের পরিকল্পনা মডার্নার

অনলাইন ডেস্ক
2022-01-18 19:06:22
কোভিড-ফ্লু-আরএসভি’র সমন্বিত বুস্টারের পরিকল্পনা মডার্নার

আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।

যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন কোম্পানি মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সমন্বিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে।

এই তথ্য জানিয়ে কোম্পানিটি স্থানীয় সময় সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন।

এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন।

ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠান্ডাজনিত রোগ যা শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের ভার্চুয়াল গোলটেবিল অধিবেশনে আরও বলেছেন, ‘২০২৩ সালে করোনার সংক্রমণ কমবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি না প্রতিটি দেশে সংক্রমণ হ্রাস পাবে। তবে আমার বিশ্বাস আগামী বছরে কিছু দেশে সংক্রমণ কমবে।’

স্টিফেন ব্যানসেল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো- একটি বার্ষিক বুস্টার রাখতে সক্ষম হওয়া। যেখানে লোকেরা দুই থেকে তিনটি শট পেতে চায় না, কিন্তু একটি ডোজ নিতে চায় সে ক্ষেত্রে যাতে আমাদের অনুমতি পেতে সমস্যা না হয়।’

তিনি বলেন, আরএসভি প্রোগ্রামটির তৃতীয় ধাপের টেস্ট চূড়ান্ত পর্যায়ে, চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে হিউম্যান টেস্টে যাবে।

মডার্নার পরীক্ষামূলক ফ্লু শট চারটি প্রধান স্ট্রেইনকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এমআরএনএ পদ্ধতির ওপর নির্ভর করে এটি তৈরি করা হচ্ছে যা কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছে।


আরও দেখুন: