বাচ্চারা খাবার জিহ্বা দিয়ে সামনে ঠেলে দিলে করণীয়

ডা. মাহফুজার রহমান বাঁধন
2023-08-25 11:03:40
বাচ্চারা খাবার জিহ্বা দিয়ে সামনে ঠেলে দিলে করণীয়

বাচ্চারা খাবার জিহ্বা দিয়ে সামনের দিকে ঠেলে দিলে করণীয় (ইনসেটে লেখক)

বাচ্চা কিছুই খেতে চায়না। মুখে খাবার দিলেই জিহ্বা দিয়ে ঠেলে ফেলে দেয়। কি করবো?


এটি মোটেই অস্বাভাবিক কিছু নয়, বরং বাচ্চাদের খাবার গিলে খাওয়ার সক্ষমতা অর্জনের একটি ধাপ। তাই অযথা ঘাবড়াবেন না, তড়িঘড়ি করবেন না। 


শুরুর দিকে কয়েকদিন বাচ্চারা নতুন খাবার জিহ্বা দিয়ে সামনের দিকে ঠেলে দেয়। এরপর কয়েকদিন উপরের দিকে ধাক্কা দেয়। এরপর ধীরে ধীরে পেছনে ধাক্কা দেয়া এবং গিলে ফেলা শেখে।


এ অবস্থায় বাচ্চাকে চামচ দিয়ে জোরে ধাক্কা দিয়ে খাওয়াবেন না। বেশি গরম বা বেশি ঠান্ডা খাবার দেবেন না। একবারে বেশি খাবার দেবেন না। 


শুরুর দিকে চামচের আগায় সামান্য খাবার নেবেন। বাচ্চা হাঁ করলে চামচে রাখা খাবার ওর জিহ্বার সামনে ধরবেন। বাচ্চা নিজেই খাবার টেনে নেবে। 


খাবার জিহ্বা দিয়ে ঠেলে বা উগলে ফেলে দিলে আবারো চেষ্টা করুন। ধৈর্য্য হারালে চলবে না। এভাবে চেষ্টা করলে কয়েক সপ্তাহ পর বাচ্চা খাবার গিলে খেতে সক্ষম হবে।

লেখকঃ

ডা. মাহফুজার রহমান বাঁধন

শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 


আরও দেখুন: