Copyright Doctor TV - All right reserved
দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পিতা-মাতা ও অভিভাবকদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে গবেষণা পরিচালনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ এবং ইনফোরম্যাটিক্স বিভাগ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘ইমপ্রুভিং সাইকোলজিক্যাল ওয়েলবিং থ্রেুা স্ট্রেস রিডাকশন এমোং পেরেন্টস হ্যাভিং চিলড্রেন উইথ নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডার: এ মাল্টি-প্রোংগেড ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।