Copyright Doctor TV - All right reserved
সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন দক্ষিণ এশিয়ায় প্রথম ব্লাড ক্যান্সারসহ সকল ধরনের রক্তরোগ নির্ণয়ের প্রযুক্তি সম্পন্ন মেশিন ক্যাল-৮০০০ (CAL-8000) সংযোজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এ ল্যাবরেটরি মেডিসিন বিভাগে মেশিনটি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা খুব দ্রুত চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিনগুলো সর্বাধুনিক প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হবে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, রোবটিক সার্জারি করার জন্য এখন থেকে জনবলকে প্রশিক্ষিত করতে হবে।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এখন থেকে রোগীর কোথায় ক্যান্সার অবস্থিত তা নির্ণয় করে টার্গেট থেরাপি দেয়া হবে এই ব্র্যাকিথেরাপি (থ্রিডিসিআরটি) মেশিন দিয়ে। এখানে লিনিয়্যাক মেশিনের মাধ্যমেও ক্যান্সার চিকিৎসাসেবা দিয়ে থাকে। এর পাশাপাশি রেডিও থেরাপি ও কেমো থেরাপির মাধ্যমেও চিকিৎসা চলছে বিএসএমএমইউয়ে।
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে অপারেশন থিয়েটার কমপ্লেক্স নতুনভাবে উদ্বোধন করা হয়েছে।