Copyright Doctor TV - All right reserved
রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসায় এক্স-রে রশ্মির গুরুত্ব অপরিসীম। এ আবিষ্কার এর জন্যে ১৯০১ সালে স্যার রন্টজেনকে নোবেল পুরস্কার পান। তাঁকে বলা হয় রেডিওলজির জনক। নোবেল পুরস্কার এর জন্যে প্রাপ্ত সমুদয় টাকা স্যার রন্টজেন দান করে দেন গবেষণায়।