Copyright Doctor TV - All right reserved
ব্রেইনের রোগ- মানসিক রোগ নিয়ে ভয়ের কারণ নেই, লজ্জারও কারণ নেই। গবেষণায় উঠে এসছে বাংলাদেশের প্রতি ৫ সাধারণ মানুষের মধ্যে একজনের কোন না কোন রকম মানসিক রোগে রয়েছে। মানসিক রোগকে অবহেলা করতে নেই, লজ্জা পেতে নেই। মানসিক রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে বেশী। সুতরাং আসুন মানসিক রোগ নিয়ে সচেতন হই।
মূল কথা হলো জীবনকে সহজভাবে ভাবতে হবে। শুধু ভালো মানুষ হওয়াটা আবশ্যক। মানুষের জন্য কল্যানকামিতা থাকতে হবে। নিজের মতো নিজের জীবনকে সাজিয়ে সুখী হতে হবে। তবেই সার্থক এই জীবন।