Copyright Doctor TV - All right reserved
ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি থাকায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। একই কারণ দেখিয়ে ইতোপূর্বে ভারতীয় মশলা নিষিদ্ধ করেছে হংকং ও সিঙ্গাপুর। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) রাতে এই প্রতিবেদন করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি থাকায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মসলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর। এই ঘটনায় প্রতিষ্ঠান দু’টিকে নিজস্ব মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা। সূত্র: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।