Copyright Doctor TV - All right reserved
বিদেশি কসমেটিকসে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ভোক্তার ত্বকের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (৩১ জানুয়ারি) হোটেল ওয়েস্টিনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড ইম্পোর্টার্স অব বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ওষুধ ও কসমেটিকস বিল ২০২৩’ সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। আ.ফ.ম রুহুল হককে আহ্বায়ক করে গঠিত এই সাব কমিটির অন্য সদস্যরা হলেন-মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।
অনেক কসমেটিকস পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ভোক্তার ত্বকের ক্ষতি করছে। এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত ব্যবসায়ীগণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।