Copyright Doctor TV - All right reserved
২০১৭-২০২২ সালের অ্যান্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতা (এএমআর) সার্ভিলেন্স এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে যথেচ্ছ ব্যবহারের ফলে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো কার্যকারিতা হারিয়ে ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সর্বাধিক গুরুত্বের অ্যান্টিবায়োটিকের মধ্যে এজিথ্রোমাইসিন ছাড়া বাকি সবগুলোরই (সেফটাজিডিম, সেফিক্সিম, সেফেপাইম, সেফট্রায়াক্সোন, সিপ্রোফ্লোক্সাসিন) জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা হারানোর প্রমাণ মিলেছে।