Copyright Doctor TV - All right reserved
বিএসএমএমইউ ভিসি বলেন, সারা বিশ্বে ৫০ মিলিয়ন মানুষ মৃগী রোগে আক্রান্ত। এই রোগ যে কোন বয়সের মানুষের হতে পারে। যদি কোন শিশু এ রোগে আক্রান্ত হয় সমাজ তাকে অস্পৃশ্যভাবে । এটা কিন্ত ঠিক নয়। এ রোগ চিকিৎসায় ভাল হয়। এ রোগ যদি শুরুতে ধরা যায় ও চিকিৎসা দেয়া যায় তাহলে সম্পূর্ণ সুস্থ করা যায়। এ রোগের সব ধরণের চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু নিউরোলোজি বিভাগ ও ইপনায় হয়ে থাকে।