Copyright Doctor TV - All right reserved
শিশুদের ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ রোটাভাইরাস। রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার হলে সাধারনত জ্বর, বমি, পেট ব্যথা দেখা যায়। এরপর ডায়রিয়া শুরু হয়ে ৫-৭ দিন পর্যন্ত চলতে থাকে। রোটা ভাইরাসের সংক্রমণে শিশুরা বেশ দুর্বল হয়ে পড়ে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।