Copyright Doctor TV - All right reserved
বিজ্ঞানের একটি তুলনামূলক নতুন শাখা "সাইকোবায়োটিকস"- আমাদের শরীরে বসবাসরত ব্যাক্টেরিয়া কিভাবে আমাদের মস্তিষ্ককে, ভাবনা, অনুভূতি, চিন্তা শক্তি, ব্যক্তিত্ত্বি এবং আমাদের সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে- তা গবেষণা হয় এই শাখায়। ডিপ কিসের মাধ্যমে একজনে শরীর থেকে আর এক জনের শরীরে নিজেরদের অনুভুতিগুলো আদান প্রদান হয়। ফনে দুই জনের মধ্যে চিন্তার মিল হয়।