Copyright Doctor TV - All right reserved
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ক্যাম্পাসে প্রকাশ্য বা গোপন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার (১২ আগস্ট) অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়ে থাকে এবং ভবিষ্যতেও হবে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ আগস্ট) দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।