Copyright Doctor TV - All right reserved
গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে রমজান মাসে রোজা রাখার সময় কিছু কিছু জিনিস একটু মেনে চলতে হবে। যেমন যারা গর্ভবতী মায়েদের এসিডিটি বেশি থাকে সে জন্য তাদের ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে।
রোজা রাখার ফলে অনাগত শিশুটি অপুষ্টি ও কম ওজন নিয়ে জন্ম নিতে পারে। পাশাপাশি গর্ভবতী মা মূত্রনালির ইনফেকশনেও ভুগতে পারেন। তাই গর্ভাবস্থায় রোজা রাখলে যদি মা-বা বাচ্চার ক্ষতি হয়, বা যদি ডাক্তারের কোন নিষেধাজ্ঞা থাকে, তাহলে এসময় রোজা না রাখাই ভাল।
করোনার এই সময়টি সন্তানসম্ভবা মায়েদের জন্য ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার। মহামারীর কারণে তাদের হাসপাতাল-ক্লিনিকে যাতায়াত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে স্বাভাবিক সময়ের মতো পরীক্ষা-নিরীক্ষার জন্য এসব জায়গায় তাদের বেশি যাওয়া উচিত হবে না।
অনেক সময় প্রথমে আল্ট্রাসনোগ্রাম করে বলা হয় যে, জমজ বাচ্চা। পরবর্তীকালে দেখা গেছে যে না তার একটিই বাচ্চা। এ নিয়ে অনেকের মাঝে নানা প্রশ্ন ও...