Copyright Doctor TV - All right reserved
ক্যান্সারের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায়। এ কারণে ক্যান্সারের ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিআরবি হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান। এ সময় তারা জাতীয় পর্যায়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ওষুধের মূল্য নির্ধারণ নিয়ে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ কোম্পানিগুলোর দ্বন্দ্ব চরমে উঠেছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। খোলাবাজারে মিলছে না প্রাণরক্ষাকারী বিভিন্ন ওষুধ। এজন্য জনসাধারণকে নির্ভর করতে হচ্ছে কালোবাজারীদের ওপর। সূত্র : তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।