Copyright Doctor TV - All right reserved
একচল্লিশ বছর তিন মাস আগে জ্ঞানার্জনের জন্য পা রেখেছিলাম যে ক্যাম্পাসে, সাতটি বছর কাটিয়ে চিকিৎসক হয়ে সেই ক্যাম্পাস ছেড়েছি চৌত্রিশ বছর হয়ে গেছে। তারপরও মায়া কাটেনি। বয়সের সাথে সাথে আরও বেড়েছে। তাই, বিশেষ করে দূরদেশে, এমএমসিয়ান কাউকে পেলে মনে হয় আপনজন, আত্মার আত্মীয়। বয়সে অনেক সিনিয়র কিংবা জুনিয়র হওয়ার কারণে ক্যাম্পাসে হয়তো দেখা হয়নি। তারপরও একটা আবেগ কাজ করে।