Copyright Doctor TV - All right reserved
অতিরিক্ত মসলা জাতীয় খাবার, কোলডড্রিংস, কার্বনেটেড ড্রিংস, অ্যালকোহল, ধূমপান পরিহার করুন। তাহলে আলসারের এই যত ওষুধ সেগুলো আর লাগেনা।
দেশের অধিকাংশ মানুষ চিকিৎসকের পরামর্শ নেয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না। তারা ব্যথা অনুভব করলে বা কোথাও আঘাত পেলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসির দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে নিয়ে খেয়ে থাকেন।