Copyright Doctor TV - All right reserved
তাঁর ভাষায়, ‘রাজশাহীর সন্তান ও মেডিকেল কলেজটির সাবেক শিক্ষার্থী হিসেবে বরাবরই এর উন্নতি নিয়ে আমার ভাবনা ছিলো। এরমধ্যে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অ্যাকাডেমিক পরিবেশ তৈরি। দায়িত্বলাভের শুরু থেকেই এ বিষয়ে চেষ্টা করেছি। আমার সব ফ্যাকাল্টি, শিক্ষক-সহকর্মী ও শিক্ষার্থীরা দারুণভাবে এ ব্যাপারে সাহায্য করেছেন। বর্তমানে এমবিবিএস পাশের হার অনেক ভাল। প্রতি বছর রামেক থেকে পাসকরা ডাক্তারদের মধ্যে গড়ে ২০/৩০ জন পোস্টগ্র্যাজুয়েশনে চান্স পাচ্ছেন। এটা একটা ভাল অ্যাচিভমেন্ট। এ সবই আমাদের অ্যাকাডেমিক এনভারনমেন্টের প্রভাব।’