সারকোমা ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেও যথেষ্ট ভাল হচ্ছে: অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু
ইলিয়াস হোসেন
2024-08-08 13:01:00
সারকোমা টিস্যু (ইনসেটে শিশু ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু)
সারকোমা ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশেও যথেষ্ট ভাল হচ্ছে বলে জানালেন দেশের শীর্ষস্থানীয় শিশু হেমাটোলজি বিশেষজ্ঞ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু। সম্প্রতি ডক্টর টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু জানান, সারকোমা এমন এক ক্যান্সার যা মাংস পেশি ও এর সাথে সংযুক্ত ফাঁকা অংশ- কার্টিলেজ, লিগামেন্ট, ফ্যাট এবং রক্তনালির মতো বিভিন্ন টিস্যুতে হতে পারে। আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, সারকোমা ক্যান্সার মোট ক্যান্সার রোগীর ৪ শতাংশ। শুরুতেই সারকোমা ক্যান্সার শনাক্ত এবং ভালমানের সার্জারি করা সম্ভব হলে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে এটি নিরাময় সম্ভব। তবে দেরিতে শনাক্ত হলে কিংবা কিছু স্থান আছে যেখানে সারকোমা ক্যান্সার হলে নিরাময় কঠিন হয়ে যায়। যেমন: হাত-পায়ে হলে, মূত্রথলি ও তৎসংলগ্ন কিডনিতে হলে এই ক্যান্সার হলে নিরাময় কঠিন হয়ে পড়ে। তবে অধিকাংশ ক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে কত আর্লি এটা ডায়াগনস হবে এবং কতটা ভাল সার্জন এটার সার্জারি করবেন। তাঁরমতে, একটা ভাল সার্জারি না হলে একজন কেমোথেরাপিস্ট বা অনকোলজিস্ট হিসেবে ক্যান্সারের কিছুই করা সম্ভব হয় না।
শিশু ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু জানান, রোগের অবস্থানতগত দিক থেকে সারকোমা ক্যান্সারকে বিভিন্নভাবে নামকরণ করা হয়ে থাকে।
যেমন-
১. সফ্ট টিস্যু সারকোমা: এগুলি ফ্যাট, পেশী, স্নায়ু, ফাইব্রাস টিস্যু, রক্তনালি বা গভীর ত্বক টিস্যুতে ঘটে।
⎈ লাইপো সারকোমা (ফ্যাট)
⎈ লিওমায়ো সারকোমা (মসৃণ পেশী)
⎈ সাইনোভিয়াল সারকোমা (হাড়ের জয়েন্ট লাইনিং)
⎈ এনজিও সারকোমা (রক্ত ও লিম্ফ নালি)
শিশুদের সবচেয়ে বেশি হয় ল্যাবডোমা সারকোমা।
২. হাড়ের সারকোমা: এগুলি হাড় থেকে উৎপত্তি হয়
যেমন ....
⎈ অস্টিওসারকোমা (বাচ্চাদের এবং যুবকদের মধ্যে সবচেয়ে সাধারণ)
⎈ ইউইং সারকোমা (কিশোর-কিশোরী এবং যুবকদের মধ্যে সাধারণ)
⎈ কনড্রো সারকোমা (প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ)
তাঁরমতে, সারকোমার লক্ষণ ও উপসর্গগুলি উপসর্গের জায়গা ও আকারের উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। সাধারণ লক্ষণগুলির মধ্যে প্রধান হলো .....
হঠাৎ করেই শরীরে ফুলে উঠবে বা গিঁটের মত দেখা যাবে। শুরুতে খুব একটা পেইন না বলে অনেকেই একে গুরুত্ব দেয় না। অনেকেই ফোড়া ভেবে ভুল চিকিৎসা করে থাকে। । ততদিনে ক্যান্সার অনেক জটিল হয়ে যায়। থাকলেও তখন অনেক ব্যাথা বেদনা অনুভূত হয়।
আমাদের দেশে খুব কমন এটা ভুল হয়, সেটা হলো–
অনেকেই শরীরে ফুলে ওঠা অংশে এসএমএসই করে থাকেন। যা মারাত্মক ভুল। এ ধরনের লক্ষণ দেখা দিলে বায়াপসি করতে হবে।
সারকোমা ক্যানসারের লক্ষণগুলি সহজেই খুব সাধারণ শরীর খারাপ ভেবে ভুল হতে পারে। তাই প্রাথমিক সনাক্তকরণ প্রায়শই চ্যালেঞ্জিং হয়। এজন্য সারকোমা এবং এর লক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
সবশেষে, অধ্যাপক ডা. আমিরুল মোরশেদ খসরু জানান, বাংলাদেশেও সারকোমা ক্যান্সারের যথেষ্ট ভাল চিকিৎসা হয়ে থাকে। আমার দেখা অনেকগুলো সারকোমা রোগী এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন।