ফুসফুস ক্যানসারে মৃত্যুহার বেশি: অধ্যাপক ডা. খোরশেদ আলম
ইলিয়াস হোসেন
2024-08-01 13:03:00
ফুসফুস ক্যানসার (ইনসেটে অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম)
গণস্বাস্থ্য নগর হাসপাতালের সিনিয়র ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম ডক্টর টিভিকে বলেন, বাংলাদেশের পুরুষদের এক নম্বর ক্যানসার হলো ফুসফুস ক্যানসার। যারা ধূমপায়ী তারা এ ধরনের ক্যানসার হওয়ার অধিক ঝুঁকিতে থাকেন। এই ক্যানসারের লক্ষণ সহজে ধরা পড়ে না। বর্তমানে নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারে আক্রান্তের হার বাড়ছে।
ফুসফুস ক্যানসারের কারণ সম্পর্কে অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম বলেন, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানতে পারেননি চিকিৎসা বিজ্ঞানীরা। তবে এর জন্য মূলতঃ ধূমপানকে দায়ী মনে করেন চিকিৎসকেরা। পরোক্ষ ধূমপানের ফলেও অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকেন। এ কারণে টোব্যাকো ইন্ডাস্ট্রির কর্মী এবং ধূমপায়ী ব্যক্তির পরিবারের সদস্যরাও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছেন।
আবার পরিবেশের ধুলোবালু, হাইড্রোকার্বন থেকেও অনেকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। শহরের জনবহুল এলাকায় প্রচুর ট্রাফিক থাকে। সেসব অঞ্চলে যানবাহনের কালো ধোঁয়া মানুষের নিশ্বাসের সঙ্গে মিশে যায়। বিভিন্ন রকম ক্ষতিকর কেমিক্যাল ফুসফুসে ঢোকার কারণে অনেক মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন।
অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম জানান, ফুসফুস ক্যানসারের প্রথম ও প্রধান উপসর্গ হলো কাশি। সাধারণত, একটানা দীর্ঘদিন কাশি থাকলে তা ফুসফুস ক্যানসারের পূর্বলক্ষণ হিসেবে ধরা হয়। নির্দিষ্ট কারণ ছাড়া রোগীর দীর্ঘদিন কাশি হলে এবং তিনি যদি ধূমপায়ী হন, তাহলে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অনেক সময় কাশির সঙ্গে রক্ত যেতে পারে। আরেকটি উপসর্গ হলো শ্বাস-প্রশ্বাসে জটিলতা। বিভিন্ন সময়ে কাজ করতে গেলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে। এর সাধারণ উপসর্গ হলো বুকে ব্যথা হওয়া। অনেক সময় ক্যানসার হাড়ে ছড়িয়ে পিঠেও ব্যথা ছড়াতে পারে। অনেকের আবার তা মাথায় ছড়িয়ে বমিভাব এবং লিভারে গিয়ে জন্ডিস হয়। এ ছাড়া এটি ত্বকেও ছড়াতে পারে। রোগীর খাবারে অরুচি ও অনীহা দেখা দেয়। কারও কারও দেহের ওজন অপ্রত্যাশিত ও অস্বাভাবিকভাবে কমে যায়। এগুলোই ফুসফুস ক্যানসারের মূল উপসর্গ। এর কোন একটি বা একাধিক উপসর্গ দেখা দিলে ফুসফুস ক্যানসার হিসেবে ধরে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেন অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম।
চিকিৎসা সুবিধা সম্পর্কে তিনি জানান, বর্তমানে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে ফুসফুস ক্যানসার নির্ণয় ও চিকিৎসার সুবিধা রয়েছে। তবে বর্তমানে ফুসফুস ক্যানসার নির্ণয় ও চিকিৎসার সুবিধা বাংলাদেশের প্রতিটি বড় শহরেই রয়েছে। ফুসফুসে ক্যানসার থেকে বাঁচতে হলে ধূমপান থেকে বিরত থাকতে হবে। ইন্ডাস্ট্রিগুলোয় ক্রোমিয়াম, নিকেল, ক্যাডমিয়ামের কারণে যেন ক্ষতি না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। এর কোনো একটি বা একাধিক উপসর্গ দেখা দিলে ফুসফুস ক্যানসার হিসেবে ধরে নিয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।
অধ্যাপক ডা. মো. খোরশেদ আলমের মতে, ফুসফুসে ক্যানসার প্রতিরোধযোগ্য। এ কারণে তিনি ফুসফুস ক্যানসার থেকে বাঁচতে ধূমপান থেকে বিরত থাকতে বলেন। ইন্ডাস্ট্রিগুলোয় ক্রোমিয়াম, নিকেল, ক্যাডমিয়ামের কারণে যেন ক্ষতি না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেসব কর্মক্ষেত্রে যদি সঠিক নিয়ম মেনে চলা হয়, তাহলে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় বলে জানান সিনিয়র ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম।