শিশুর দাঁতের যত্ন

অনলাইন ডেস্ক
2020-04-10 09:07:24
শিশুর দাঁতের যত্ন

শিশুর দাঁতের যত্ন

ডা. সানজিদা হোসেন পাপিয়া এর উপস্থাপনায় দেখছেন ‘স্মাইল উইথ পাপিয়া’

অতিথি:
অধ্যাপক ডা. জেবুন নেছা
মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিষয়: শিশুর দাঁতের যত্ন

 

ভিডিওটি ফেসবুকে দেখুনঃ

দাঁতের সুন্দর ও মজবুত গঠনে দাঁতের যত্ন প্রয়োজন প্রথম থেকেই। ভবিষ্যতে দাঁতের গঠন কেমন হবে তা অনেকটাই নির্ভর করে শিশু বয়সে দাঁতের যত্নের উপর। শিশুর দাঁতের সাথে মুখের যত্ন ওতপ্রোত ভাবে জড়িত। শিশু বয়েসে দাঁতের ও মুখের সঠিক যত্ন না নেওয়া হলে পরবর্তীতে বড় ধরনের রোগে আক্রনাত হওয়ার আশঙ্কা থেকে যায়। শিশুর বিভিন্ন দাঁতের রোগ, এসব রোগের প্রতিকার এবং দাঁতের যত্ন নিয়ে কথা বলার জন্য Doctor TV তে আমন্ত্রিত হয়েছিলেন মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জেবুন নেছা।


আরও দেখুন: