পারিতোষিক পেতে অবৈতনিক প্রশিক্ষণার্থীদের আবেদন আহ্বান
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস)
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অবৈতনিক ফেলোশীপ প্রশিক্ষণার্থীদের পারিতোষিক পেতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। তবে, অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে পারিতোষিকের জন্য ইতঃপূর্বে আবেদন করলে- এই ঘোষণার আওতায় আসবেন না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিসিপিএস এর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিপিএস এর ফেলোশীপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জুলাই ২০২৩ খ্রিঃ থেকে ডিসেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএস এর ওয়েবসাইট https://www.bcps.edu.bd/Notice/Training%20Allowance%20Bill%20Form.pdf থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগ (ব্লক-বি, ২য়তলা) এ আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।