রেসিডেন্সিসহ কোর্সসমূহ পুনর্গঠন করেছে বিএসএমএমইউ

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-11 21:21:20
রেসিডেন্সিসহ কোর্সসমূহ পুনর্গঠন করেছে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

রেসিডেন্সি এবং ডিপ্লোমা-এমফিল কোর্স পুনর্গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। নির্ধারিত নতুন নিয়ম অনুযায়ী আগামী জুলাই থেকে সেশন থেকে এমডি-এমএস এ এক বছর এবং ডিপ্লোমা-এমফিল কোর্সের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ হিসেবে গণ্য হবে। 

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক মোহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সাম্প্রতিক এক অফিস আদেশে এসব বলা হয়েছে।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভার সুপারিশক্রমে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ৯১তম সভায় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত জুলাই ২০২৩ সেশন থেকে ক্লিনিক্যাল সাবজেক্টসমূহের এমডি/এমএস কোর্সের ৫ বছরের মধ্যে ১ বছর এবং ডিপ্লোমা/এমফিল কোর্সের ২ বছরের মধ্যে ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ (অন দ্য জব ট্রেনিং) হিসেবে সম্পন্নের লক্ষ্যে কোর্স কারিকুলাম চলমান থাকবে; এই ভিত্তিতে অনুমোদিত হয়েছে। ছাত্রদের ডিস্ট্রিবিউশন কোর্স থাকা সাপেক্ষে বিএসএমএমইউ করবে, তবে ছাত্রদের থাকার ব্যবস্থা সরকার করবে।

এর আগে গত ২ মে পাঁচ বছরের রেসিডেন্সি কোর্সের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মেয়াদ কমিয়ে দুই বছর স্থানীয় পর্যায়ের মেডিকেলে কর্মকালীন প্রশিক্ষণের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। সেখানে ডিপ্লোমা/এমফিল কোর্সের চিকিৎসকদের কোর্সের মেয়াদের এক বছর প্রান্তিক মেডিকেলে প্রশিক্ষণের কথা বলা হয়। তবে চূড়ান্তভাবে রেসিডেন্সি ও ডিপ্লোমা-এমফিল কোর্সে যথাক্রমে এক বছর ও ছয় মাস প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 


আরও দেখুন: