পিএসসির বিভাগীয় পরীক্ষার জন্য কোর্সে অধ্যয়নরতদের কাছে আবেদন আহ্বান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভাগীয় অর্ধ-বার্ষিকী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যয়নরত বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিএসএমএমইউয়ের ওয়েবসাইটে দেয়া উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
>>বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন<<
সেখানে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত সরকারি শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএসএমএমইউর অধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভূক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা ডিসেম্বর-২০২৩ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীগণকে নং-৮০.০০.০০০০.১০৪.৩৯.০০৯.২৩.২২৩. তারিখ: ৯ অক্টোবর আদেশ মোতাবেক আবেদনপত্রের হার্ড কপি পিএসসিতে প্রেরণের নিমিত্তে আগামী ৭ নভেম্বরের মধ্যে বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসানের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না- বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।