এফসিপিএস ট্রেইনিদের জন্য যোগাযোগ দক্ষতা প্রোগ্রাম বাধ্যতামূলক করল বিসিপিএস

ডক্টর টিভি রিপোর্ট
2023-09-04 15:09:34
এফসিপিএস ট্রেইনিদের জন্য যোগাযোগ দক্ষতা প্রোগ্রাম বাধ্যতামূলক করল বিসিপিএস

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস)

‘যোগাযোগ দক্ষতা’ বাড়াতে এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ সকল বিষয় ও ডিসিপ্লিনের চিকিৎসকদের জন্য বাধ্যতামূলকভাবে দুই দিনের প্রশিক্ষণ নেয়ার আদেশ জারি করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস)। বিসিপিএস এর  সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য  জানা গেছে। 

সম্প্রতি (২৪ আগস্ট) জারিকৃত ওই নোটিশের নির্দেশনা অনুযায়ী, জানুয়ারি ২০২৪ এবং তার পরবর্তী সেশনের বিসিপিএস পার্ট-১ পাস করা পরীক্ষার্থীদের যোগাযোগ দক্ষতার’ উপর ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচি বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের আয়োজন করবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মেডিকেল শিক্ষা বিভাগ। 

জুলাই ২০২৩-এ বা তার আগে বিসিপিএস পার্ট-১ পাস করা প্রশিক্ষণার্থীদের জন্যও প্রশিক্ষণ কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে। তারা ঐচ্ছিকভাবে কোর্সটি করতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

372545350_967046347714646_6179506208452569885_n


আরও দেখুন: