অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই বাড়তি টাকা পাবেন পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্নরা

ডক্টর টিভি রিপোর্ট
2023-08-07 18:41:13
অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই বাড়তি টাকা পাবেন পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্নরা

অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই বাড়তি টাকা পাবেন পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্নরা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা আগের চাইতে ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। তাদের ভাতা বাবদ বাড়তি  টাকা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সূত্র : জাগো নিউজ২৪.কম। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উচ্চতর প্রশিক্ষণ গ্রহণকারী বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা বাড়তি ভাতার দাবি করছিলেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তাদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া, ইন্টার্ন চিকিৎসকদেরও ভাতা বাড়ানোর দাবি ছিল। তারা এখন মাসে ১৫ হাজার টাকা পান। সেটিকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, দেশে পোস্ট গ্রাজুয়েশন করছেন সাড়ে ৬ হাজার চিকিৎসক। এছাড়াও ইন্টার্ন চিকিৎসক রয়েছেন সাড়ে ৪ হাজার। এখন তাদের জন্য বাড়তি খরচ হবে ৬৪ কোটি টাকা। এটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


আরও দেখুন: