এমএসএন কোর্সে ভর্তি শুরু ১৬ জুলাই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানে মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) এ নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৬ জুলাই। ১১ জুলাই বিএসএমএমইউর নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকেেএ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্বাচিত বেসরকারি প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ১৬ জুলাই। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
সরকারি ও বিএসএমএমইউর প্রার্থীদের ১৬ জুলাই থেকে ছুটির আদেশ/প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।
* ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন *
সকল বিষয়ে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি ও রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।
মূল মাইগ্রেশন সনদসহ নিম্নবর্ণিত কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ২কপি ছবি সেট করে ভর্তির সময় সকল প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে :
১. নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সম্বলিত অংশ www.bsmmu.edu.bd থেকে প্রার্থীর নাম সম্বলিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা সংগ্রহ করে জমা দিতে হবে।
২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি।
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদের অনুলিপি
৫. বিএসসি (ইন নার্সিং/মিডওয়াইফ) এর মূল সনদের অনুলিপি।
৬. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
৭. BNMC কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের মুল সনদের অনুলিপি।
৮. মূল মাইগ্রেশন সনদের অনুলিপি।
৯. মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)
উল্লেখ্য, মূল মাইগ্রেশন সনদ, ছবি ও অন্যান্য সনদের একসেট প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।