আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-10 19:04:11
আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করা ও তা নিয়মিত পাওয়ার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আগামী ২/৩ দিনের মধ্যে সরাসরি কথা বলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর পিএস-১ এর মাধ্যমে এই আশ্বাস পেয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। 


কিছুক্ষণ আগে (বিকেল সোয়া ৬টা) ডক্টর টিভিকে এব তথ্য নিশ্চিত করেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী। 


তিনি জানান, সোমবার বেলা সোয়া ৩টায় দাবি জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের নেতারা। 


সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন, সহ-সভাপতি ডা. ইমরান সিকদার ও ডা. হাবিবুর রহমানসহ কয়েকজন চিকিৎসক প্রতিনিধি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পিএস-১ এর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন দেশের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের প্রাপ্ত সুযোগ-সুবিধার তথ্য প্রধানমন্ত্রী বরাবর জমা দেন তারা। 


প্রধানমন্ত্রীর পিএস-১ অত্যন্ত মনোযোগ সহকারে চিকিৎসকদের কথা শুনেন এবং তাদের স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। পিএস-১ এর মাধ্যমে চিকিৎসকদের দাবির কথা শুনে আগামী ২/৩ দিনের মধ্যে সরাসরি কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


উল্লেখ্য, আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আন্দোলনকারী চিকিৎসকদের দাবির বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের নেতারা। 

কর্মবিরতি অব্যাহত : 

মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করা ও তা নিয়মিত পাওয়ার দাবিতে শনিবার (৮ জুলাই) থেকে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী। 

তিনি আরও জানান, আগামী ২/৩ দিনের মধ্যে আমাদের চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাঁর প্রতি সম্মান জানিয়ে রাজপথের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। তবে, ভাতা বাড়ানোর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান চিকিৎসক নেতা ডা. নূরুন্নবী। 

প্রসঙ্গত: ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টররা। এদিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেন। রোববার একইস্থানে অনশন কর্মসূচি পালন করেন আন্দোলনরত  চিকিৎসকরা।  


আরও দেখুন: