বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি শুরু
ভাতা বাড়ানোর নায্য দাবি আদায়ে আজ শনিবার (৮ জুলাই) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা
মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি আদায়ে আজ শনিবার (৮ জুলাই) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। শনিবার (৮ জুলাই) সকালে ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী।
তিনি বলেন, মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে অনেক আলোচনা হয়েছে। কিন্তু মিথ্যা আশ্বাস ও সময়ক্ষেপন ছাড়া কিছুই পাননি পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এ কারণে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘটে যোগ দেবেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এরআগে, গত সোমবার (৩ জুলাই) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি আদায়ে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়।