বিসিপিএস সভাপতিকে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

ডক্টর টিভি রিপোর্ট :
2023-06-11 18:00:34
বিসিপিএস সভাপতিকে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

মাসিক ভাতা ৫০ হাজার টাকা দেয়াসহ ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) হাজির হন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

মাসিক ভাতা ৫০ হাজার টাকা দেয়াসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতিকে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ রোববার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় বিসিপিএস সভাপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা’র সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিরা দেখা করে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় নিজেদের ন্যায্য দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরেন আন্দোলনকারী  চিকিৎসকরা। 

সে সময় বিসিপিএস কার্যালয়ে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: কাজী দীন মোহাম্মদ, বিএিএমএমইউয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের সঙ্গেও আন্দোলনকারীরা দেখা করে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

এরআগে, মাসিক ভাতা ৫০ হাজার টাকা দেয়াসহ ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিতে আজ রোববার (১১ জুন) সকাল থেকে একে একে বিসিপিএস আঙিনায় হাজির হন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।  

সেখানে উপস্থিত ডা. তানভির আহমেদ ডক্টর টিভিকে জানান, নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতেই বিসিপিএসে এসেছেন। 

আন্দোলনকারী চিকিৎসকেরা জানান, পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, আগামীকাল ১২ জুন (সোমবার) দুপুর ১২টার মধ্যে দাবি মানার আশ্বাস চান। অন্যথায় পরদিন ১৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে কর্মবিরতিতে যাবেন তারা। ঐদিন সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেবেন চিকিৎসকেরা। পরদিন ১৪ জুন (বুধবার) স্বাস্থ্য মন্ত্রনালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন তারা। সারাদেশ থেকে আন্দোলনকারী চিকিৎসকরা এসব কর্মসূচিতে অংশ নেবেন। 

এরআগে, গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩ দফা দাবি তুলে ধরেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। চিকিৎসকদের অন্য দুটি দাবি হল : নিয়মিতভাবে মাসিক ভাতা দেয়া ও সকল ট্রেইনি ডাক্তারদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা। 


আরও দেখুন: