কোর্সে ফিরে আসা শিক্ষার্থীদের যোগদান গৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সরকারী চাকুরী থেকে প্রেষন প্রাপ্ত হয়ে পুনরায় কোর্সে ফিরে আসা শিক্ষার্থীদের যোগদান গৃহীত হওয়ার অফিস আদেশ জারি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান সাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে আপলোড করা রয়েছে।
এতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত নিম্নবর্ণিত বেসরকারি শিক্ষার্থীগণ সরকারি চাকরিতে যোগদানের নিমিত্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরীকৃত ছুটি শেষ হওয়ার পূর্বে সরকারি প্রেষণাদেশ প্রাপ্ত হয়ে নিজ কোর্সে যোগদানের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পাশে বর্ণনা মোতাবেক পুনরায় কোর্সে যোগদান গৃহীত হয়ছে।