চমেক হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফোরামের যাত্রা শুরু
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফোরাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ফোরামের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সংগঠনের সভাপতি ডা. উৎপল বড়ুয়া ও ও সাধারণ সম্পাদক ডা. ফরহাদ কামাল সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডা. মোঃ হাফিজুল ইসলামের সাথে ফুলেল শুভেচছা ও মতবিনিময় করেন।
সবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের আবাসন সমস্যা সহ অন্যান্য আনুষঙ্গিক দাবী দাওয়া নিয়ে আলোচনা করেন। সেইসাথে ভবিষ্যতে চমেকের স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার মান ও একাডেমিক পরিবেশ দেশের অন্যান্য যে কোন মেডিকেলের তুলনায় শীর্ষে উত্তীর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।