ভাতা বৃদ্ধির দাবি কি বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী?
চিকিৎসকদের বিরুদ্ধে বিএসএমএমইউর চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্লোগান
বিএসএমএমইউর রেসিডেন্ট চিকিৎসকরা ভাতা বাড়ানোর দাবি তুলেছেন। মাত্র ২০ হাজার টাকা ভাতা পান তারা। ঢাকায় ২০ হাজার টাকা দিয়ে কী হয়?
কিন্তু যৌক্তিক এই দাবির বিরুদ্ধে ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা চিকিৎসকদের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দিচ্ছে।
চিকিৎসকদের ভাতা বাড়লে তাদের সমস্যা কী? তাদের জ্বলে কেন?
আক্রমণাত্মক স্লোগানগুলোর পাশাপাশি আরও কিছু স্লোগান ছিল যেগুলো ভিডিওতে দেখে আমি অবাক। ‘কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, নৌকা, নৌকা ইত্যাদি ইত্যাদি স্লোগান।
তার মানে কী দাঁড়ালো?
শেখ মুজিব, নৌকা এগুলোই থাকবে, তাই চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি করা যাবে না।
আচ্ছা, ভাতা বৃদ্ধির দাবি কি বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী?
কী হাস্যকর অবস্থা।
আওয়ামী লীগকে তরুণ চিকিৎসকদের কাছে অজনপ্রিয় করতে কারা স্লোগান দিচ্ছে? এই স্লোগান দিতে কারা লেলিয়ে দিয়েছে?
চিকিৎসকদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারীরা স্লোগান দেওয়ার স্পর্ধা কোথায় থেকে পায়?
চিকিৎসকদের বিরুদ্ধে স্লোগানধারী এই বেয়াদব চতুর্থ শ্রেণির কর্মচারীদের (ভিডিও দেখে চিহ্নিত করে) বরখাস্তের দাবি জানাই।
পুনশ্চ: হাসপাতালের নানা অনিয়ম, দুর্নীতি, অ্যাম্বুলেন্স বাণিজ্য, ট্রলি বাণিজ্য, সিট বাণিজ্যের পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর ক্ষেত্রেই তাদের নেশা বেশি থাকে। তাদের সিন্ডিকেটের কারণে চিকিৎসকরা অসহায়। সেটা নিয়ে আরেকদিন লিখব।
লেখক : যোবায়ের আহসান জাবের
সহ সম্পাদক, দৈনিক যুগান্তর